সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন
মুজাহিদুল ইসলাম সোহেল:
নোয়াখালীর সুবর্ণচরের দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিয়ের প্রলোভন কিংবা প্রেম বা অন্য কোনো কারণে বাড়ি ছেড়ে না পালানোর শপথ করেছে। ‘প্রাপ্ত বয়সের আগে বিয়ে নয়, প্রেমের টানে ক্ষতি হয়, ইভটিজিং, বাল্যবিবাহ ও মোবাইল এর অপব্যবহার বন্ধে ’ করণীয় শীর্ষক সচেতনতা সভা করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবপ্রিয় দাশ।
উপজেলার চরজুবিলী রব্বানিয়া ফাযিল মাদরাসা ও চরবাটা ইউনিয়নের চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৭৭ জন ছাত্রী।
সোমবার দুপুরে চরজব্বার থানা পুলিশের পক্ষ থেকে এ সচেতনতা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের শপথবাক্য পাঠ করান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ।
তিনি বলেন, ‘সম্প্রতি নবম-দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীদের মধ্যে প্রেমের টানে ও প্রলোভনে পড়ে পালিয়ে বিয়ে করার প্রবণতা বেড়েছে। এজন্য পুলিশের পক্ষ থেকে প্রত্যেক বিদ্যালয়ে সচেতনতা সভার আয়োজন করা হচ্ছে। চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বাল্যবিয়ে ও পালিয়ে যাওয়ার কুফল সম্পর্কে জেনে তারা এ ধরনের পথে না যাওয়ার শপথ করেছে।
এছাড়া ইভটিজিং, মাদক, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধসহ ছাত্রীদের নিরাপত্তায় সব ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন, চরজব্বার থানার উপপরিদর্শক সালা উদ্দিন, চরজুবিলী রব্বানিয়া ফাযিল শিক্ষকবৃন্দ এবং চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি মো. শামসুজ্জামান নিজামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও থানা পুলিশের সদস্যরা।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, পুলিশের পক্ষ থেকে ইভটিজিং, বাল্যবিবাহ ও মোবাইল এর অপব্যবহার বন্ধে স্কুল কলেজ ও মাদরাসা সচেতনতা মুলক প্রচারণা চালিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। আজকে উপজেলার দুই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি ,পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে যাবো।
Leave a Reply