শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু হত্যার নীল নকশার নেপথ্যে ছিলেন জিয়া : শাহীন

নোয়াখালী প্রতিনিধি:
বাহাত্তরের পর থেকেই বঙ্গবন্ধু হত্যার নীল নকশা তৈরি হয়। সেই নীল নকশার নেপথ্যে মেজর জিয়াউর রহমান ছিলেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দাদপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহীন বলেন, খুনি জিয়া এবং খন্দকার মোশতাকের নেতৃত্বে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসতম হত্যাকাণ্ড বাঙালি জাতির জন্য করুণ বিয়োগগাঁথা হলেও ভয়ংকর ওই হত্যাকাণ্ডে খুনিদের শাস্তি নিশ্চিত না করে বরং দীর্ঘ সময় ধরে তাদের আড়াল করার অপচেষ্টা হয়েছে। এমনকি খুনিরা পুরস্কৃতও হয়েছে নানাভাবে। হত্যার বিচার ঠেকাতে কুখ্যাত ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করেছিল বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক সরকার।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। পরাজয়ের প্রতিশোধ নিতে তারা একের পর এক চক্রান্তের ফাঁদ পাতছে। ওই অপশক্তিকে বাংলার মাটি থেকে নিঃশেষ করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট জামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুব-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিরন।

এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web