শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার সহিদুল ইসলাম পি পি এম।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকদের ৫শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আইন শৃঙ্খলা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যাতি খিসা (সদ্য পদোন্নতি প্রাপ্ত এসপি),উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, সহকারী কমিশনার ভুমি মোঃ গোলাম সরোয়ার, ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্যা, হাতিয়া দ্বীপ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল হোসেন, পৌর মেয়র কে. এম ওবায়েদ উল্যাহ বিপ্লব।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএসপি হাতিয়া সার্কেল মোঃ আমান উল্যাহ, ইউপি সদস্য মোঃ আল আমিন, কাউন্সিলর মোঃ মাঈন উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান, হাতিয়া পূজা উদ্পযাপন পরিষদের সভাপতি ও হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, হাতিয়া উপজেলা কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সেক্রেটারী হাফেজ মোঃ ইলিয়াছ, ইউপি চেয়ারম্যান দিনাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ ও হাতিয়া কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ দাস (বাবুলাল) প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আয়েশা ফেরদাউস এমপি শারদীয় দূগাপূজায় সকল নেতা কর্মীকে সার্বিক সহযোগিতা করার সহ জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আলোচনা শেষে হাতিয়ার ৩৪ টি পূজা মন্ডপের সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম সরেজমিনে দেখতে পৌরসভার ৫ নং ওয়ার্ডে একটি মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দিরে অবস্থান করা হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন তারা।
Leave a Reply