শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৪:৫১ অপরাহ্ন
বিএনপি’ ছেড়ে দেওয়া পাঁচটি সংসদীয় আসনে (ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২) আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে আগামী বুধবার (২৮ ডিসেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, চলবে ৩১ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত।
রবিবার (২৫ ডিসেম্বর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রহীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
ফরম সংগ্রহের জন্য মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আগামী ৩১ ডিসেম্বর (শনিবার) বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনতে হবে।
বিএনপির ছয় সংসদ সদস্য গত ১১ ডিসেম্বর পদত্যাগ করলে ওইদিনই আসনগুলো শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সংরক্ষিত মহিলা আসন ছাড়া বাকি পাঁচটি শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এসব আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি। আর পাঁচটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে ভোট হবে।
Leave a Reply