শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৫:০১ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:
নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেছেন, যুবরা সর্বত্র ভাল করছে। খেলাধূলায় বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। যুবরা নেতৃত্ব দিলে স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব। শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের মাধ্যমে আমরা সেরা সেরা খেলোয়াড় পাবো। যারা দেশ সেরা হয়ে নোয়াখালীর মান উজ্জ্বল করবে।
সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, যুবরা খেলার মধ্যে থাকলে সমাজ সুন্দর থাকে। আজকের যুবরাই আগামীর বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তাই তিনি যুবদের জন্য এমন আয়োজন করছেন।
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নোয়াখালীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর আজ উদ্বোধন হয়েছে। যুব গেমসে ফুটবল, ভলিবল, এ্যাথলেটিকস্, ব্যাডমিন্টন, কারাতে, জুড়ো, বক্সিং, কুস্তিসহ মোট ৮টি ইভেন্টে নোয়াখালীর ৯টি উপজেলা অংশগ্রহণ করছে । আগামী ৮ জানুয়ারী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. নাজিমুল হায়দার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সামছুল হাসান মীরন ও আহসান উল্লাহ হুমায়ুনসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply