শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি :
ফুটবল ইভেন্টের মধ্য দিয়ে নোয়াখালীতে শেষ হলো শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস।
রোববার বিকেলে শহীদ ভুলু স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সচিব সালেহ উদ্দিন সবুজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি শামসুল কবির চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সামসুল হাসান মীরন, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক বাসব সরকার, শাহজাহান নাসিমসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
গত ০২ জানুয়ারি থেকে শুরু হওয়া এ গেমসে নোয়াখালীর ৯টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বছরের প্রতিযোগিরা ফুটবল, ভলিবল, এ্যাথলেটিকস্, ব্যাডমিন্টন, কারাতে, জুড়ো, বক্সিং, কুস্তি ইভেন্টে অংশগ্রহন করেন।
আয়োজক সংশ্লিষ্টদের বিশ্বাস এ প্রতিযোগিতার মধ্যদিয়ে তৃণমূল পর্যায় থেকে ভালো মানের খেলোয়াড় উঠে আসবে।
Leave a Reply