শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ অনুযায়ী জেলা ক্রীড়া অফিস, নোয়াখালী কর্তৃক আয়োজিত সদর উপজেলায় অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের নিয়ে ক্রিকেট প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার সকালে নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট ক্রীড়াবিদ রফিক উল্যা আখতার মিলন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ।
জেলা ক্রীড়া অফিসার বলেন আসন্ন ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে ক্রিকেটে যেন জেলার সাফল্য অর্জন করতে পাড়ে এছাড়াও মাদকমুক্ত সমাজ গড়তে।
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগান নিয়ে দেশকে, যুব সমাজকে সুস্থ দেহে সুন্দর মন গড়ে তুলার পাশাপাশি একমাত্র খেলাধুলাই পাড়ে যুব সমাজকে মাদক, জঙ্গীবাদ, কিশোরগ্যাং এর মতো নানা অপরাধ মূলক কর্মকান্ড হতে বিরত রাখতে।
এ ছাড়াও তিনি খেলোয়াড়দেরকে পাঠের প্রতি পূর্ণ মনোনিবেশের পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার আহব্বাহ করেন এবং জেলা ক্রীড়া অফিসের পক্ষ হতে প্রয়োজনীয় ক্রিকেট সামগ্রী প্রদান করেন।
Leave a Reply