শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মাসফিকুল হক আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতের পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, আসামী কামাল হোসেন বেগমগঞ্জ উপজেলা কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের হাজী বজলুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
আদালত সূত্রে জানা যায়, আসামী কামাল হোসেনকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামাল হোসেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
Leave a Reply