শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৪:২১ অপরাহ্ন
মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম:
রাঙ্গুনিয়া উপজেলায় ৪শতাধিক পরিবারকে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এন.এন.কে ফাউন্ডেশন।
মঙ্গলবার দুপুর ৩টায় উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে এই উপহার প্রদান করে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবুল কদর মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা সাহাব উল্লাহ চৌধুরী, সভাপতি নুরুল আবছার তালুকদার, সহ-সভাপতি নুরুল আলম ভান্ডারী, সাধারণ সম্পাদক এম এ হান্নান চৌধুরী, সহ-সভাপতি আবু জাফর মাষ্টার, ইউপি সদস্য রফিক উদ্দিন তালুকদার, আবু সাঈদ, মহরম আলী, রেজাউল করিম, এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব, উদ্ভোগতা, নৈশপহরী ও সুশীল সমাজের নেত্রীবৃন্দ।
Leave a Reply