শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাড়িতে এসেছেন এ সময় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের একরাম চৌধুরীর নিজ বাড়িতে আসেন তিনি। টানা তৃতীয়বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তাকে ফুলেল সংবর্ধনা ও ৫০ হাজার মানুষের মেজবানের আয়োজন করেন এমপি একরাম।
এ সময় একরামুল করিম চৌধুরী বলেন, উনিও অসুস্থ ছিলেন, আমিও অসুস্থ ছিলাম। এখন উনি সুস্থ এবং আমিও সুস্থ। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল। এখন আর সেই ভুল বুঝাবুঝি নেই। আমি চাই আগামীর দিনগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে।
এরপর ওবায়দুল কাদের বলেন, কবিরহাটে অনেক উন্নয়ন হয়েছে। তবে নেতাকর্মীদের চাকরি দরকার। অন্যায্য দাবি করলে তো হবে না। অনেকের আবেদনের যোগ্যতা নেই, কিন্তু আমাকে চাকরির জন্য বলে। আমি কীভাবে চাকরি দেব। যোগ্য হলে চাকরি হবে। আমিও চেষ্টা করব।
তিনি বলেন, আমি বিশৃঙ্খলা চাই না। সবাই মিলে সুন্দর পরিবেশে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। সেক্ষেত্রে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম,জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম,সাধারণ সম্পাদক শহিদ উল্যা খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুদ্দিন জেহান, একরামুল করিম চৌধুরীর পুত্র সাবাব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply