বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নের স্বাস্থ্য ক্ষেত্রে ২ নং ওয়ার্ডের চর বাগ্যা গ্রামের মোহাম্মদ হারুন এর বিরুদ্ধে বাবার বীর মুক্তিযোদ্ধার ভুয়া সনদে সরকারি চাকরির অভিযোগ উঠেছে।
গত ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত স্বাস্থ্যসহকারী পদে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার (ঋঋ) ৯০০৯০৭ রোল নং মোহাম্মদ হারুন পিতা মোহাম্মদ ছিদ্দিক উল্যা বীর মুক্তিযোদ্ধা কোটায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পান। সেই থেকে তিনি ৫নং চর জুবলি ইউনিয়নের স্বাস্থ্য ক্ষেত্রে ২নং ওয়ার্ডে কাজ করছে এবং সরকারি ও বীরমুক্তিযোদ্ধার সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন।
সম্প্রতি সুবর্ণচর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সুবিমল দাস ও ডেপুটি কমান্ডার আবুল মোবারকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন , আমাদের জানামতে মোহাম্মদ ছিদ্দিক উল্যা বীর মুক্তিযোদ্ধা নন, তিনি বাতাও পাননা, তাহার সার্টিফিকেট নাই, তার ছেলে কিভাবে বীর মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান তাহা আমরা জানিনা। আমাদের দাবি মোহাম্মদ ছিদ্দিক উল্যার বীর মুক্তিযোদ্ধার সনদ সুস্থ তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করা হোক। তারা বলেন এই পর্যন্ত বীর মুক্তিযোদ্ধার ভুয়া সনদে যারা চাকরি পেয়েছেন তাদেরকে জরিমানাসহ আইনের আওতায় আনা হয়েছে।
সুবর্ণচর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সুবিমল দাস আরো বলেন, এই নিয়োগে আমার সহযোগিতা আছে বলে আমাকে ফাঁসাবে ভেবে মোহাম্মদ ছিদ্দিক উল্যার বীর মুক্তিযোদ্ধার কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য আমি গত ১৯মে ২০১৯ তারিখে পরিচালক (প্রশাসক) স্বাস্থ্য মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, সংসদ সদস্য নোয়াখালী -৪, জেলা প্রশাসক নোয়াখালী, সিভিল সার্জন নোয়াখালী বরাবরে ডাকযোগে আবেদন পাঠিয়েছি। তাতে কোনো তদন্ত না আসায় গত ২৯ আগস্ট ২০২২ তারিখে যাচাই-বাছাইয়ের জন্য আরো একটা আবেদন পাঠিয়েছে।
Leave a Reply