শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন

মাদারীপুরে সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৯

প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় নিহত হয়েছে ১৯ জন। তবে প্রাথমিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছে আরও ২৮ জন।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক যায়যায়দিনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসের ভেতর থেকে ১৫ জনের মরদেহ এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। আর ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যান আরও দুজন। মরদেহগুলো রাখা হয়েছে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে।

আহতদের মধ্যে বাসযাত্রী ফয়সাল আহমেদ (৩৬), আ হামিম (৫০), বদরুদ্দোজা (৩০), পঙ্কজ কান্তিজ ঘোষ (৪০), ঝুমা (৩৪), বুলবুল (৫০) ও এনামুল (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাকি সাতজনের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস ফরিদপুর জোনের উপ সহকারী পরিচালক শিপলু আহম্মেদ বলেন, ‘বাসটিতে মোট ৫৪টি আসন রয়েছে। প্রতিটি আসন এবং সামনের ইঞ্জিনের কাভারেও যাত্রী ছিল। এর মধ্যে যাঁরা সামনের দিকে বসে ছিলেন তাঁদের মৃত্যুই বেশি ঘটেছে।’

বাসে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিল জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘যাত্রীদের প্রায় সবাই আহত হয়েছেন। আমরা খবর পাওয়ার পরে ঘটনাস্থলে এসে ১৪ জনকে মৃত হিসেবে শনাক্ত করি। তাঁদের উদ্ধারের পরে পুলিশের কাছে হস্তান্তর করি। হাসপাতালে নেওয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারি। এখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আমাদের উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।’

উল্লেখ্য, আজ রোববার সকাল ৮টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার ঢাকাগামী লেনে ইমাদ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে উল্টে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, শিবচর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দল উদ্ধার তৎপরতা শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web