বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন:
নোয়াখালী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫৭ জন রোগীর মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুদ্দিন জেহান ৫৭ জন রোগীর প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. ফেরদৌস আলম সরকার এর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন, সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাঠান, সদর উপজেলা সমাজসেবা সহকারী পরিচালক জাহিদুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। তিনি দেশের প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নয়ন করেছেন। তিনি সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষকে জায়গাসহ ঘর নির্মাণ করে দিচ্ছেন। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া সহ, বিধবা ভাতা, মাতৃদুগ্ধভাতা, স্বামী পরিত্যক্তাদের ভাতাসহ প্রতিবন্ধীদেরকে ভাতার আওতায় এনেছেন।
তিনি আরও বলেন, শুধু তাই নয় প্রধানমন্ত্রী ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অনুদান দিচ্ছেন। আগের কোনো সরকারের আমলে মানুষ এতো ভাতা পেয়েছেন কিনা জানি না, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী মা, তাই তিনি সকলের খবর রাখেন। তিনি কঠিন রোগে আক্রান্তদের পাশে দাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে দেয়া হচ্ছে।
Leave a Reply