বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিনকে ঘিরে ‘শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন হতে যাচ্ছে ১৮ অক্টোবর ২০২৩, বুধবার বিকেল ২.৩০ মিনিটে।
উক্ত টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে নোয়াখালীর ঐতিহ্যবাহী শহীদ ভুলু স্টেডিয়ামে। সাইফ পাওয়ার টেক এর পৃষ্ঠপোষকতায় উক্ত টুর্নামেন্টের আয়োজনে রয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ব্যবস্থাপনায় যৌথভাবে রয়েছে জেলা প্রশাসন, নোয়াখালী ও নোয়াখালী জেলা ক্রীড়া ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম । নোয়াখালীর জেলা প্রশাসক ও ভেন্যু উপ-কমিটির আহ্বায়ক দেওয়ান মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপি এম বার, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মোঃ আলমগীর, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্বরত রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু। জেলা প্রশাসক, নোয়াখালী ও ভেন্যু উপ-কমিটির আহ্বায়ক দেওয়ান মাহবুবুর রহমান এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ভেন্যু উপ-কমিটির সদস্য সচিব আবদুল ওয়াদুদ পিন্টু’র সার্বিক তত্বাবধানে বর্ণাঢ্য উদ্বোধনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মোঃ আলমগীর টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ ২০১৪ সালে আয়োজিত বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে সফলভাবে শেষ করেছে নোয়াখালী জেলা প্রশাসন ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। এবারও সুষ্ঠু সুন্দর আয়োজনের জন্য ভেন্যু উপ-কমিটি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা অংশগ্রহন করবে এ গোল্ডকাপ টুর্নামেন্টে।
টুর্নামেন্টকে সফল করার জন্য সাবিক সহযোগিতা করছেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহমুদুর রহমান জাবেদ, সহ-সভাপতি মো: ইসমাইল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সোনাপুর স্পোর্টি ক্লাবের সভাপতি গোলাম জিলানী দিদার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক একরাম উল্যাহ ডিপটিসহ নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ।
১১ জেলাকে স্বাগতম জানাতে প্রস্তুত নোয়াখালী জেলা প্রশাসন ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। আগামীকাল উদ্বোধনী বল মাঠে গড়াতে প্রস্তুত নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়াম। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা ও লক্ষ্মীপুর জেলা।
Leave a Reply