বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানার পিস্তল ছিনতাইসহ নাশকতার মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১ নভেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর ফরহাদ মাতুব্বর আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন।আলালের পক্ষে সিনিয়র আইনজীবী মহসিন মিয়া, মোসলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী, গোলাম মোস্তফা খানন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। মোয়াজ্জেম হোসেন আলালও রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার রিমান্ডের আদেশ দেন।
মোয়াজ্জেম হোসেন আলালের আইনজীবী খায়রুল কবীর রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
গত ৩১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়।
২৮ অক্টোবর নয়াপল্টনে সহিংসতার সময় পিস্তল ছিনতাইয়সহ নাশকতার ঘটনায় পুলিশ পল্টন থানায় মামলাটি করে।
Leave a Reply