বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:
শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি অনুযায়ী নোয়াখালী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় কারাতে প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন। বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বাসব সরকার । এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাহজাহান নাসিম, সদস্য ইকবাল বাহার আজাদ, সজল রক্ষিত, জহির উদ্দিন কিসমতসহ অনেকেই ।
প্রতিযোগিতায় নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, জেলা কারাতে স্কুল, মোশারেফ গ্রামার স্কুল, বাংলা বাজার উচ্চ বিদ্যালয়, পুলিশ কেজি স্কুল, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজসহ মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
Leave a Reply