বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির নিদের্শে সোনাপুর থেকে দত্তেরহাট পর্যন্ত আনন্দ মিছিল করা হয়।
তবে মিছিলে ‘শেখ হাসিনা, নৌকা-নৌকা’ স্লোগানে মুখর হয়ে উঠে নোয়াখালী সোনাপুরের প্রধান সড়ক। আনন্দ মিছিল থেকেই চাওয়া হয় শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট। তফসিল ঘোষণার পরপরই প্রথমে সোনাপুর জিরো পয়েন্ট থেকে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
মিছিলে অংশ নেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এড: আলতাফ হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য কামাল উদ্দিন,নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকের হোসেন, আওয়ামীলীগ নেতা ইতালী মোস্তাফির রহমান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সম্পাদক আলী আজম লিমন, জেলা যুবলীগের সদস্য রাশেদ রানা, মাইন উদ্দিন সাজু, জহির মোল্লা,ওমর ফারুক রিংকু, জেলা ছাত্রলীগ নেতা খালেদ মোশারফ হোসেন সঞ্জয়সহ প্রমুখ।
সামছুদ্দিন জেহান বলেন, সাংবিধানিক নিয়ম অনুযায়ী যথাসময়ে তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনো দল আসল কারা আসল না সেটি দেখার বিষয় নয়। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনা সরকারকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা দলীয় নেতাকর্মীরা চালিয়ে যাবেন। অবরোধের নামে কেউ যদি গাড়ি পোড়াতে আসে এবং সাধারণ মানুষের ক্ষতি করতে আসে তাহলে তাদের শক্ত হাতে প্রতিহত করব। এই এলাকায় যেকোনো আগুন সন্ত্রাস মোকাবিলায় আমরা মাঠে রয়েছি, সজাগ রয়েছি।
Leave a Reply