বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১০ অপরাহ্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ অনুযায়ী জেলা ক্রীড়া অফিস, নোয়াখালী কর্তৃক আয়োজিত সদর উপজেলায় জুডো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
১২ নভেম্বর শহীদ ভুলু স্টেডিয়াম জিমনেশিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজিমুল হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আহসান উল্যাহ হুমায়ুন, যুগ্ম সম্পাদক জনাব বাসব ক্রান্তি সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ বিতরণ করে প্রধান অতিথি।
Leave a Reply