বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
চাটখিলে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুকে হত্যার অভিযোগ নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা নোবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার ও প্রধান প্রকৌশলীর যোগদান নোয়াখালীতে চতুর্থবারের মতো মনোনয়ন ফরম জমা দিয়েছেন একরামুল করিম চৌধুরী চাটখিলে ৭ বছর বয়সী শিশুকে কুপিয়ে হত্যা শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নেতাকর্মীদের সাথে সম্পর্কের মূল্যায়ন করেছেন: একরামুল করিম চৌধুরী নৌকায় ৯২ নতুন মুখ, ফিরলেন ১২ সাবেক এমপি নোয়াখালীর ৬টি আসনে আ’লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপির প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে আমন ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন

আ.লীগের ফরম কিনতে আজও উপচেপড়া ভিড়, নির্দেশনা মানছেন না কেউ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে।

সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় এ কার্যক্রম। শনি ও রবিবারের চেয়ে এদিন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে অনুসারীদের নিয়ে দলে দলে দলীয় কার্যালয়ের সামনে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় নির্দেশনা উপেক্ষা করে অনেকে মিছিল নিয়ে, সমর্থকদের অনেকে প্লাকার্ড হাতে, অনেকে টিশার্ট পড়ে আসছেন। ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই।

ভেতরে প্রবেশের সময় ধস্তাধস্তি হতে দেখা গেছে। এ সময় পাশ থেকে অনুসারী কর্মী-সমর্থকদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। কার্যালয়ের ভেতর থেকে মাইকে বারবার সবাইকে নির্দেশনা মেনে সহযোগিতার অনুরোধ জানানো হলেও তাতে কান দিচ্ছেন না কেউ।

মনোনয়ন ফরম বিক্রির আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া মনোনয়নপ্রত্যাশীদের নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপরে মোবাইল ফোন নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আগের দুই দিনের মতো বঙ্গবন্ধু এভিনিউয়ে নৌকার টিকিট সংগ্রহ করতে শত শত কর্মী-সমর্থক নিয়ে আসছেন অনেক মনোনয়নপ্রত্যাশী। এতে দলীয় কার্যালয়ের সামনে ভিড় তৈরি হওয়ায় প্রথম দিন শনিবার এক ঘণ্টা ফরম বিক্রি বন্ধ ছিল। পরদিন মনোনয়নপ্রত্যাশী ও তাদের লোকজনের ভিড়ের কারণে তিনবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফরম কিনতে অনুসারীদের নিয়ে দলে দলে কার্যালয়ের সামনে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা।

এর আগে, শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। ফলে দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়।

এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web