মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর: নির্ধারিত দাবি পূরন না হওয়ায় আবারও কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরেও চলছে এ কর্মবিরতি, বর্জন করেছে বার্ষিক পরীক্ষা। লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে দেখা যায় এ পরিস্থিতি।
সদর উপজেলার উওর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষক ছালেহা আখতার একাই পরীক্ষা নিচ্ছেন অভিভাবকদের সহযোগিতা নিয়ে। অন্য সহকারী শিক্ষকগণ অফিস কক্ষে বসে কর্মবিরতি পালন করছেন।
কর্মবিরতি পালন করা শিক্ষকরা জানান, নভেম্বর মাসে আমরা বেতন ভাতা বৃদ্ধি, পদন্নোতি সহ নির্ধারিত কিছু দাবি আদায়ের লক্ষ্য নিয়ে আন্দোলন শুরু করি। সরকারের শীর্ষ পর্যায় থেকে নভেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়া ও দ্রুত কার্যকরের আশ্বাসে আমরা আন্দোলন স্হগিত করি। কিন্তু নভেম্বর মাস শেষ হলেও কার্যকর কোন পদক্ষেপ নেয়নি সরকার। তাই আমরা পুনরায় আন্দোলনে যেতে বাধ্য হয়েছি, দাবি পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষরা।
প্রধান শিক্ষক ছালেহা আক্তার বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আমি পরীক্ষা নিচ্ছি, অভিভাবকরা আমাকে সহযোগিতা করছেন। আগামী ১২ ই ডিসেম্বর হতে স্কুল বন্ধ হবে, বছর শেষে ভর্তি কার্যক্রম আছে। সবকিছু মিলিয়ে বসে থাকার কোন সুযোগ নাই, তবে সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি আমি সমর্থন জানাই, পাশাপাশি সরকারের কাছেও আবেদন করছি যেন দ্রুত একটা সমাধান করে।