
সালাহ উদ্দিন সুমন:বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, বেগম খালেদা জিয়াকে অনেক অসম্মান করা হয়েছে, আল্লাহ উনার সম্মান রেখেছেন। এই জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েও সম্মানীত হয়েছেন, আজকে মুমূর্ষ অবস্থায়ও তাঁকে আল্লাহ সম্মানিত করেছেন।
সারা পৃথিবীর মানুষ তাঁর জন্য মর্মাহত হয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিএনপি যদি চায় তাঁর চিকিৎসার জন্য সর্বাত্বক সহযোগিতা করতে প্রস্তুতির কথা জানিয়েছেন। সারা দুনিয়ার মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকজনও আপোষহীন নেত্রীর জন্য দোয়া করছে।
মঙ্গলবার বিকালে নোয়াখালী পৌরসভার মাষ্টার পাড়ায় জেলা যুবদল আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. শাহজাহান বলেন, জিয়াউর রহমান যখন যুদ্ধে যান, তখন দুটি নাবালক সন্তান নিয়ে বেগম খালেদা জিয়া সংগ্রাম করে বেঁেচ ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরে উনি বিএনপিকে তিনবার ক্ষমতায় নিয়েছেন। আবার আজকে তিনি মুমূর্ষ অবস্থায় রয়েছেন, আল্লাহ হয়তো উনার জীবনটাকে এভাবে লড়াইয়ের জন্যই তৈরী করেছেন।
তাই আমাদের এই মুহুর্ত্বের বড় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের আপোষহীন নেত্রীকে নেক হায়াত দান করেন। আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালাই হোক আমরা তা মেনে নিব, আল্লাহর সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত করার শক্তি আমাদের কারোই নেই। আমরা চাই আমাদের নেত্রী সুস্থ্য হয়ে দেশ এবং দেশের মানুষের জন্য আমাদের মাঝে ফিরে আসুক।
দোয়া মাহফিলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল প্রমূখ বক্তব্য রাখেন।
Leave a Reply